দ্য হিমালয়ান টাইমস

সমৃদ্ধি অর্জনে নেপালকে সহায়তা দেবে ভারত: মোদি

নেপালকে সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতির মধ্য দিয়ে দুইদিনের নেপাল সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কাঠমান্ডু মেট্রোপলিটন সিটিতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, নেপালের সফলতার সঙ্গে ভারতের সফলতার বিষয়টি জড়িত। রবিবার (১৩ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতাদু’দিনের নেপাল সফরের শেষ দিনে, এক নাগরিক সভায় মোদি প্রতিশ্রুতি দেন, সমৃদ্ধি অর্জনে ভারত নেপালকে সহায়তা দেবেতিনি বলেন, উন্নয়নের বেসক্যাম্প থেকে নেপালকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিতে শেরপার ভূমিকা পালন করবে ভারত। 

মোদি বলেন, ‘আপনারা এভারেস্টের বেসক্যাম্প অবধি এসেছেন। আসল আরোহণ এখনও বাকি। শৃঙ্গে পৌঁছতে শেরপারা যে ভাবে আরোহীদের সাহায্য করেন, ভারত সেই ভাবে নেপালের জন্য শেরপার ভূমিকা পালন করবে।’