দ্য স্টার

অবিশ্বাস্য মালয়েশিয়া: রিউক্যাসেল ব্রাউন

গত সপ্তাহ পর্যন্ত মালয়েশিয়াতে অন্যতম ‘ওয়ান্টেড’ ছিলেন মালয়েশিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অনুসন্ধানি সাংবাদিক ক্লেয়ার রিউক্যাসেল ব্রাউন। নিজের প্রতিষ্ঠিত পোর্টাল সারাওয়াক রিপোর্ট সাহসী প্রতিবেদনের মাধ্যমে তৎকালীন মালয়েশিয়ায় ক্ষমতাসীন বারিসন ন্যাসিওনাল জোটের সমালোচনা করেছেন তিনি। গত ৯ মে’র নির্বাচনে অভূত ফলাফলে তার ভূমিকা রয়েছে বলে বিশ্বাস করা হয়। গতকাল তিনি মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টারকে এক সাক্ষাৎকার দিয়েছেন। আর তার ওই সাক্ষাৎকারকে সোমবারের প্রধান শিরোনাম করেছে সংবাদপত্রটি।সোমবারের দ্য স্টার

ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখানে যা ঘটেছে তা দেশের সীমান্ত ছাড়িয়ে গেছে। আর আমার মনে হয় মালয়েশিয়া এই অঞ্চলের বাতিঘর হয়ে উঠতে পারে। আপনারা অবিশ্বাস্যভাবে একটি অত্যাধুনিক পরিবর্তন আনতে পেরেছেন। তিনি বলেন, ‘মালয়েশিয়ার জনগণকে অভিনন্দন। যারা এমন একটি ব্যবস্থার মাধ্যমে সত্যিকার গণতন্ত্রের গুরুত্ব দেখিয়েছেন যেখানে সরকার পরিবর্তন অনেকটা অসম্ভব করে তোলা হয়েছিল।’

এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সংবাদ করেছেন রিউক্যাসেল ব্রাউন। সারাওয়াক রিপোর্টের মাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের নেপথ্য ব্যক্তি ছিলেন ব্রাউন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাবেক এই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজকের প্রশাসন। ২০১৫ সালে তার কর্মকাণ্ডকে আখ্যা দেওয়া হয়েছিল সংসদীয় গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে। বন্ধ করে দেওয়া হয়েছিল তার ওয়েবসাইট। মালয়েশিয়ার ১৪ তম সাধারণ নির্বাচনের ফল ঘোষণার দশ দিনের মাথায় ৫৮ বছর বয়সী ব্রাউনের গ্রেফতারি পরোয়ানা তুরে নেওয়া হয়। খুলে দেওয়া হয় তার ওয়েবসাইট।