দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আলোচনার জন্য পাকিস্তানকেই উদ্যোগী হতে হবে: রাজনাথ

ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য অনুকূল পরিবেশ নেই উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আলোচনায় বসার জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ পাকিস্তানকেই তৈরি করতে হবে৷ আর সে অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল ভারত আলোচনায় বসবে, তার আগে নয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রবিবার (২৭ মে) তার সাক্ষাৎকারটিকে প্রথম পাতার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।  

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
আলোচনায় বসার জন্য কেমন অনুকূল পরিবেশ প্রয়োজন সে প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং জানান, পাকিস্তানকে জঙ্গি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ করতে হবে, কাশ্মিরে হামলা বন্ধ করতে হবে৷

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান যদি কথা বলতে চায় তাহলে ভারত আপত্তি করবে না৷ আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই৷ কিন্তু এ ক্ষেত্রে প্রতিবেশী দেশকে এগিয়ে আসতে হবে৷ পাকিস্তানকে উদ্যোগী হতে হবে৷ ওরা সীমান্তে গোলা বারুদ ছুড়বে, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করবে, জঙ্গিদের অনুপ্রবেশে মদত দেবে আর একই সঙ্গে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইবে তা হয় না৷’