আনাদোলু পোস্ট

পর্যটন থেকে ৫ হাজার কোটি ডলার আয়ের আশা তুরস্কের

তুরস্কে ২০২৩ সালের মধ্যে বছরে ৫ কোটি পর্যটক আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তার আশা, এতে করে বছরে ৫ হাজার কোটি ডলার আয় হবে। সোমবার তুর্কি পর্যটন বিনিয়োগকারী সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

213পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলতি বছর পর্যটক সংখ্যা অনেক বেড়েছে। আমরা চাই বছরে পাঁচ কোটি পর্যটক আসুক। এতে করে ২০২৪ সালে আমাদের আয় হবে ৫ হাজার কোটি ডলার।

সামাজিক মাধ্যমে গুজব উঠেছিল যে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ হয়ে যাবে। তবে এই তথ্য সঠিক নয় বলে জানালেন কাভুসোগলু। তিনি বলেন, এমন দাবি সত্য নয়। সরকার খতিয়ে দেখছে যে এই মন্ত্রণালয় দুটি আলাদা করা যায় নাকি।

এতে ভিন্ন মত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, বন্ধ কতরার কোনও পরিকল্পনা তাদের নেই।