গালফ টাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক খতিয়ে দেখছে কাতার

মার্কিন-কাতার বাণিজ্য পরিষদ সদস্যদের সাথে দেখা করেছে কাতারের অর্থ ও বাণিজ্যমন্ত্রী শেখ আহমেদ বিন জসিম বিন মোহাম্মদ আল থানি। রবিবার এই বৈঠকে দুই দেশের অর্থণৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়।

 654

এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান রাষ্ট্রদূত অ্যানে প্যাটারসন। ছিলেন, কাতারে কাজ করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রধান। বৈঠকে কাতারি মন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সুযোগ নিয়ে আলোচনা করেন।

সম্প্রতি দেশটির পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদেশি ব্যবসায়ীরা কাতারে যেকোনও খাতে শতভাগ বিনিয়োগ করতে পারবেন।

কাতারের অর্থনৈতিক রুপরেখার ইতিবাচক দিক নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয়। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে এমন একটি কাতারি রোডশো শুরু হয়েছে।