গালফ টাইমস

অবরোধের ধাক্কা সামলে উঠতে পারবে কাতার: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে অর্থনৈতিক নীতি আর বিবেচনাযোগ্য কৌশলের মাধ্যমে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়া আর আঞ্চলিক দেশগুলোর আরোপিত অবরোধের ধাক্কা সামাল দিয়েছে দোহা। কাতারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রণয়ন করা চতুর্থ প্রবন্ধে এই মন্তব্য করেছে সংস্থাটি। আর এই খবরটিকে শুক্রবারের প্রধান শিরোনাম করেছে কাতারের অন্যতম সংবাদপত্র গালফ টাইমস।noname

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে গত বছর কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।

আইএমএফ-এর প্রবন্ধে বলা হয়েছে, কাতারের উন্নয়নের গতি স্থিতিশীল রয়েছে। একারণে মধ্যপ্রাচ্যের সংকটের অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করা গেছে।

উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সাহায্য ও শক্তিশালী অর্থনৈতিক সেক্টর সচলের  মাধ্যমে দেশটি ঝুঁকি কমিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইএমএফের প্রবন্ধে।

দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে আইএমএফ বলছে ২০১৮ সালে দেশটির সামগ্রিক জিডিপি ২.৬ শতাংশ অর্জিত হবে।