দ্য টাইমস অব ইন্ডিয়া

১৪ মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন সুষমার বিমান, আতঙ্কে এটিসি

মাঝ আকাশে ১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী বিমান৷ শনিবার (২ জুন) ভারতের আকাশসীমা থেকে মরিশাসের আকাশসীমায় প্রবেশের পর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেটি। জারি করা হয়, চূড়ান্ত সতর্কতা। ১৪ মিনিট পর খোঁজ মিলে বিমানটির। সোমবার (৪ জুন) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেন৷ তিরুবনন্তপুরম থেকে ভারতীয় সেনাবাহিনীর বিমানে তিনি রওনা দেন৷ দুপুর ২.০৮ মিনিটে ছাড়ে তার বিমান৷ মরিশাসের আকাশে ঢোকামাত্রই নিয়ন্ত্রণকক্ষের (এটিসি) সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ ৪.৪৪ থেকে ৪.৫৮ পর্যন্ত কোনও যোগাযোগ ছিল না ভারতীয় সেনাবাহিনীর বিমানটির সঙ্গে৷

সাধারণত ৩০ মিনিট ধরে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না থাকলে, তবেই হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়৷ এক্ষেত্রে ভিভিআইপি বিমান হওয়ায়, সুষমা স্বরাজের বিমানের ক্ষেত্রে ১৪ মিনিটেই জারি করে দেওয়া হয় হাই অ্যালার্ট৷ তবে শেষ পর্যন্ত বিমানটির হদিস মেলে।