আনাদোলু পোস্ট

মানবিজ চুক্তির আওতায় সন্ত্রাসীদের নিরস্ত্র করা হবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি করা রোডম্যাপ অনুযায়ী সশস্ত্র সংগঠন ওয়াইপিজি/পিকেকে’র সদস্যদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ার করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ওয়াইপিজি/পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে মঙ্গলবার (৪ জুন) তিনি বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার মানবিজকে মুক্ত করতে তৈরি করা ওই রোডম্যাপের আওতাতেই তাদের নিরস্ত্র করা হবে। বুধবার (৬ জুন) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্ট
প্রতিবেদনে বলা হয়, সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে বৈঠকের পর রোডম্যাপ অন মানবিজ ঘোষণা করা হয়। ওই চুক্তিতে উত্তরাঞ্চলীয় সিরীয় শহরটি থেকে পিকেকে সংশ্লিষ্ট ওয়াইপিজিকে উৎখাত এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়া প্রদেশে সাংবাদিকদেরকে কাভুসোগলু বলেন, ‘প্রথম ধাপে সন্ত্রাসী সংগঠন ওয়াইপিজিকে মানবিজ থেকে উৎখাত করা হবে। উৎখাতের সঙ্গে সঙ্গে তাদেরকে নিরস্ত্র করা হবে। তারা ইউফ্রেটিসের উত্তরে সরে যাবে। অবশ্য, তার মানে এই নয় যে আমরা তাদের সেখানে থাকাকে আমরা অনুমোদন করব।’