গালফ টাইমস

কাতারের আমিরের সঙ্গে ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কাতার সফররত ওমানি পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাউয়ি বিন আব্দুল্লাহ কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার আল বাহার প্যালেসে (৬ জুন) এ বৈঠক হয়। বৃহস্পতিবার (৭ জুন) কাতারের সংবাদমাধ্যম গালফ টাইমস এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে।

গালফ টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতে ওমানের সুলতান কাবুস বিন সাইদের পক্ষ থেকে আমিরকে শুভেচ্ছা জানান আলাউয়ি। আমিরের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। সেইসঙ্গে কাতারি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করা হয়।

কাতারি আমিরও ওমানি মন্ত্রীকে তার পক্ষ থেকে সুলতান কাবুসকে শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন। সুলতান কাবুসের শারীরিক সুস্থতা ও কল্যাণ কামনা করেন কাতারি আমির। সেইসঙ্গে ওমানি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বুধবারের এ বৈঠকে দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করা হয়। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও জোর দেওয়া হয়।