হিন্দুস্তান টাইমস

নির্বাচিত হলে ১০ দিনের মধ্যে কৃষি ঋণ মওকুফ: রাহুল

মধ্যপ্রদেশে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে সরকার গঠনের পর ১০দিনের মধ্যেই কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। বুধবার (৬ জুন) মধ্যপ্রদেশের মন্দাসৌরে পিপিলিয়া মাণ্ডিতে কৃষকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার (৭ জুন) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমস
ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মধ্যপ্রদেশের মন্দাসৌরে আন্দোলন চালিয়েছিল কৃষকেরা৷ সেই আন্দোলনে পুলিশের গুলিতে ছয় চাষির মৃত্যু হয়৷ সেই ঘটনার পর পেরিয়ে গেছে এক বছর৷ সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বুধবার আবারও মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মন্দাসৌর যান রাহুল৷ সেখানেই কৃষকদের কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি।

 মোদি সরকার দেশব্যাপী কৃষি সঙ্কটকে উপেক্ষা করছে বলেও অভিযোগ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী ১৫ জন শিল্পপতির দেড় লাখ কোটি টাকা ঋণ মাফ করেছেন। বিজয় মালিয়া, নীরব মোদি এবং মেহুল চোকসিকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা দেশের কোটি কোটি টাকা লুট করেছেন। কিন্তু কংগ্রেসের জমানায় এমন হয়নি।

 চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তিশগড়ের সঙ্গেই ভোট হবে মধ্যপ্রদেশে। ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় গত নির্বাচনে ১৬৫টি আসন পেয়ে সরকার গড়ে, কংগ্রেস ও বিএসপির বিধায়ক যথাক্রমে ৫৮ ও ৪ জন।