হিন্দুস্তান টাইমস

কাশ্মিরে অস্ত্রবিরতি নিয়ে সিদ্ধান্ত নেই, বাড়ছে নিরাপত্তা অভিযান

কাশ্মির সফরের সময়ে অস্ত্রবিরতি নিয়ে কোনও কিছু জানাননি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিং। রমজান মাস উপলক্ষ্যে নিরাপত্তা অভিযান স্থগিত থাকার বিষয়টা আরও বর্ধিত হবে কি না নিশ্চিত করেননি সেটাও।

হিন্দুস্তান টাইমস

গত মাসে রমজান উপলক্ষ্যে অভিযান স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। সামনের সপ্তাহেই এর সময়সীমা শেষ হচ্ছে। 

রাজানাথ সিংকে রাজ্যের মুখ্যমন্ত্র্যী মেহবুবা মুফতি বলেছেন এই পদক্ষেপে সহিংসতা কমানো গেছে। রাজানাথ বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত  নেবো যে অস্ত্রবিরতির পদক্ষেপ নেওয়া হবে কি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় রিজার্ভ পুলিশের দুটি সীমান্ত ব্যাটালিয়ন ও পাঁচটি সাধারণ ব্যাটালিয়নের পরিকল্পনার কথা জানানা। এই পুলিশ বাহিনীর ৬০ শতাংশই সীমান্তবর্তী এলাকায় কাজ করে।