দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সেনারা বিরত ছিল, হামলা চালিয়েছে জঙ্গিরা: ভারত সরকার

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। ঈদের পরদিনই রবিবার  ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে জম্মু ও কাশ্মিরে আবারও নিরাপত্তা অভিযান শুরু করা হবে।  রমজান মাস উপলক্ষে্য সেখানে অভিযান বন্ধ ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস

এক টুইট বার্তায় রাজনাথ সিং বলেছিলেন, শান্তিপ্রিয় কাশ্মিরবাসীরা যেন পবিত্র রমজান মাস পালন করতে পারেন সেজন্য অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সবাই এতে অংশ নেবে। কিন্তু সন্ত্রাসীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। এজন্য নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাস দমনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রাজনাথ সিং বলেন, সহিংসতা ও হত্যা বন্ধে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সন্ত্রাসমুক্ত কাশ্মির নিশ্চিত করতে এখনও বদ্ধ পরিকর। তিনি বলেন, জম্মু ও কাশ্মিরের নাগরিকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিপথে যাওয়া তরুণদের। ঈদের পরপরই সহিংসতার মুখোমুখি হয়েছে এলাকাটি। রাইজিং কাশ্মিরের সম্পাদক সুজাত বুখারিকও প্রাণ হারাতে হয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন একজন সেনাও।