আনাদোলু পোস্ট

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান হাতে পাওয়ার অপেক্ষায় তুরস্ক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এফ-৩৫ যুদ্ধবিমান হাতে পাওয়ার অপেক্ষায় আছে তুরস্ক। বুধবার তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ জানান, বৃহস্পতিবার (২১ জুন) বিমানগুলো হস্তান্তরের কথা রয়েছে। ২১ জুন (বৃহস্পতিবার) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের একটি অনুষ্ঠানে লকহিড মার্টিনের তৈরি যুদ্ধবিমানগুলো হস্তান্তরের কথা রয়েছে। পাইলটরা প্রশিক্ষণ নেওয়ার পরই বিমানগুলোকে তুরস্কে আনা হবে।

বুধবার মধ্যাঞ্চলীয় প্রদেশ ইয়োজগাতে সাংবাদিকদেরকে তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ হয়েছে এবং বৃহস্পতিবার এফ-৩৫ যুদ্ধবিমানগুলো সরবরাহ করা হবে।’

তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি বন্ধ করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত একটি বিলের প্রসঙ্গ টেনে আনেন বোজদাগ। তিনি বলেন, বিমানগুলো বিক্রির ক্ষেত্রে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে মুক্তির শর্ত বেঁধে দেওয়া হলে তা হবে ‘হুমকি’র শামিল। তুরস্কে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হয়েছেন ব্রুনসন।