দ্য স্টার

ইন্দোনেশিয়ায় জঙ্গি নেতার মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়ার এক ধর্মীয় নেতাকে জঙ্গি হামলার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী জাকার্তায় এক হামলার ঘটনায় শুক্রবার তাকে এ সাজা দেয় দেশটির আদালত। ২০১৬ সালের জানুয়ারিতে জঙ্গিগোষ্ঠী আইএসের ওই জোড়া হামলায় চারজনের মৃত্যু হয়। এ বিষয়টি নিয়ে শনিবার শিরোনাম করেছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

The Starদণ্ডপ্রাপ্ত আমান আবু রাহমানের বিরুদ্ধে ওই সিরিজ হামলা চালাতে আইএস সদস্যদের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। জাকার্তার জনপ্রিয় কফি চেইন স্টারবাকস এবং পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। এটি ছিল ইন্দোনেশিয়ায় আইএসের প্রথম হামলা।

২০১০ সাল থেকে কারাগারে রয়েছেন ৪৬ বছরের আমান আবু রাহমান। কারাগার থেকেই এই  হামলার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

রায়ে বিচারক বলেন, জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আমান আবু রাহমান দোষী প্রমাণিত হয়েছেন। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আমান আবু রাহমান। তার দাবি, তিনি ইন্দোনেশিয়ায় কোনও হামলা চালানোর নির্দেশ দেননি।