দ্য এক্সপ্রেস ট্রিবিউন

জাতীয় ঐক্যের সরকার গঠনেই আগ্রহ শাহবাজের

নির্বাচনে নিজ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয় ঐক্যের সরকার গঠনকেই প্রাধান্য দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর সভাপতি শাহবাজ শরিফ। তবে একে দলীয় সিদ্ধান্ত নয়, বরং একান্তই নিজস্ব মতামত বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (২৬ জুন) স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শাহবাজ। বুধবার (২৭ জুন) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সেপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউন
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার করাচির স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহবাজ। সেসময় তিনি বলেন, পাকিস্তান অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে আছে। সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাটা কোনও রাজনৈতিক দলের একার পক্ষে সম্ভব হবে না। তবে কথাটিকে একেবারেই নিজস্ব অভিমত বলে উল্লেখ করেন শাহবাজ। বলেন, একে মানা বা না মানাটা তার দলের ওপর নির্ভর করছে।

‘আমার দল যদি না মানে, তখন আপনারা আমাকে দায়ী করতে পারবেন না।’ সাংবাদিকদের বলেন শাহবাজ।