দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যের হাসপাতালে শিশু মুত্যুর ঘটনায় এক নার্স আটক

যুক্তরাজ্যে আট শিশুকে হত্যা ও আরও ছয়জনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে এক স্বাস্থ্য সুরক্ষা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকালে তাকে আটক করা হয়। নিরাপত্তা হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (৪ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রথম পাতা
২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত কাউন্টেস অব চেস্টার হাসপাতালের শিমু ইউনিটে ১৫ শিশুর মৃত্যুর ঘটনায় গত মে মাসে তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার পুলিশ জানায়, তদন্তকে  বিস্তৃত করা হয়েছে। এখন ২০১৫ সালের মার্চ থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ১৭ শিশুর মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে। প্রায় ৩০ বছর পর এটাকেই হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সবচেয়ে উল্লেখযোগ্য পুলিশি তদন্ত বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার এ ঘটনায় ২৮ বছর বয়সী নার্স লুসি লেটবিকে আটক করা হয়। এদিন হাসপাতাল থেকে প্রায় এক মাইল দূরবর্তী একটি বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। ওইখানে লুসি থাকতো।