গালফ টাইমস

ফ্রান্স সফরে কাতারের আমির

বৃহস্পতিবার (৫ জুলাই) ফ্রান্স সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সফরকালীন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার (৫ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারের সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা

প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁর সঙ্গে আমিরের বৈঠকে ফ্রান্স ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হবে। বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা করবেন তারা। জ্যেষ্ঠ ফরাসি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন কাতারি আমির। এ সফরে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ফ্রান্স সফরে যাচ্ছেন কাতারের আমির। এর আগে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর ফ্রান্স সফরে যান কাতারের আমির। কাতারের ওপর আরব দেশগুলোর অবরোধ আরোপের পর এটাই তার প্রথম বিদেশ সফর ছিল।