আনাদোলু পোস্ট

তুরস্কের শরণার্থীদের জন্য ৫০ কোটি ইউরো সহায়তার প্রস্তাব অনুমোদন

তুরস্কের আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের জন্য সহায়তা হিসেবে বরাদ্দকৃত ৩০০ কোটি ইউরোর মধ্যে প্রথম ধাপে ৫০ কোটি ইউরো প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এ সহায়তা শরণার্থীদের সন্তানদের শিক্ষাপ্রদানের কাজে ব্যয় করা হবে। বৃহস্পতিবার (৫ জুলাই) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতাপ্রতিবেদনে বলা হয়, তুরস্কে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রথম ধাপে ৫০ কোটি ইউরো সহায়তা প্রদান প্রশ্নে উত্থাপিত প্রস্তাবটি ৫৪৮ ভোটে পাস হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৭০টি। ৬১ জন ভোটদান থেকে বিরত থাকে।

ইউরোপীয় পার্লামেন্টের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নিয়ে তুরস্কে এরইমধ্যে তিন লাখেরও বেশি শিক্ষার্থী শিক্ষা লাভ করেছে।