ডন

পাকিস্তানে সম্প্রতি বাড়ানো তেলের দাম কমানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

পাকিস্তানে সম্প্রতি বাড়ানো জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেজন্য ব্যবসায়ীদের একটি পরিকল্পনা করতে বলা হয়েছে। একইসঙ্গে কত কর নির্ধারণ করলে দাম সাধারণ মানুষের সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হবে সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

ডন

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসারের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট প্যানেল এই রায় দেন। বেঞ্চটি স্বপ্রণোদিত হয়ে জ্বালানি দ্রব্যের ও সরকারি কর ও ফি নিয়ে পর্যালোচনা করেন।

১ জুলাই পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রতি লিটার পেট্রোলের দাম ৭.৫৪ রুপি, ডিজেল ১৪ টাকা ও কোরোসিনের দাম ৩.৩৬ টাকা বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।   

আদালতকে জানানো হয় এই জ্বালানির দাম বাড়ায় দেশটির জনগণকে ৭ হাজার কোটি রুপির বোঝা বইতে হবে। এরপরই গত তিনমাসে দাম বাড়ার বিষয়টি আমলে নেয় আদালত।