গাল্ফ টাইমস

নতুন মেয়াদে সোমবার শপথ নিচ্ছেন এরদোয়ান

তুরস্কের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে সোমবার (৯ জুলাই) শপথ নিচ্ছেন রজব তাইয়্যেব এরদোয়ান। এদিনই তিনি তার অধীনে নতুন মন্ত্রিসভাও ঘোষণা করবেন। কাতারভিত্তিক সংবাদপত্র গাল্ফ টাইমস সোমবার তাদের অন্যতম প্রধান শিরোনাম করেছে।

গাল্ফ টাইমস পত্রিকার ৯ জুলাই, ২০১৮ তারিখের প্রচ্ছদ

গত ২৪ জুন নির্বাচনের মাধ্যমে তুরস্ক নির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থায় প্রবেশ করে। নতুন ব্যবস্থায়  প্রধানমন্ত্রী পদ বাতিল করাসহ বেশ কিছু পরিবর্তন রয়েছে। তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়,  নির্বাচনে এরদোয়ান ৫২.৫ শতাংশ ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

সোমবার নতুন মেয়াদে এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের ২২জন রাষ্ট্রপ্রধান, ২৮ জন প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রায় ১০ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।