আনাদোলু পোস্ট

পাকিস্তানে ৩০টি হেলিকপ্টার রফতানি করছে তুরস্ক

তুরস্ক ও পাকিস্তান একটি সামরিক চুক্তি করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত সচিবালয় থেকে জানানো হয়, শুক্রবারের ওই চুক্তি অনুসারে পাকিস্তানে ৩০টি টি১২৯ আটাক হেলিকপ্টার রফতানি করবে তুরস্ক।

anadolu post

এক বিবৃতিতে তারা জানায়, তুর্কি এরোস্পেস ই্ন্ডাস্ট্রি ও পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে টি১২৯ হেলিকপ্টার নিয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে।

তুরস্কের ক্ষেত্রে এটাই একক কোন বৃহত্তম সামরিক রফতানি বলেও জানানো হয় বিবৃতিতে। তারা জানায়, হেলিকপ্টার ছাড়াড়ও অস্ত্র সেবা, প্রশিক্ষণ ও যন্ত্রাংশও রফতানি করা হবে।  

টি১২০ আটাক মাল্টিরোলি যুদ্ধ হেলিকপ্টারগুলো অনেক গরমেও কাজ করতে পারে। তুর্কি সশস্ত্র বাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।