দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

১০ লাখ তরুণকে সেনা প্রশিক্ষণ দেবে মোদি সরকার

ভারতীয় তরুণদের মধ্যে শৃঙ্খলা ও জাতীয়তাবাদ জাগ্রত করতে এক নতুন প্রকল্প হাতে নিয়েছে মোদি সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ১০ লাখ তরুণকে সেনা প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার (১৭ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এন-ইয়েস স্কিমের ভিত্তিতে দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি অথবা কলেজে ভর্তি হতে চলেছে এমন তরুণদের এই প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। ছাত্রদের স্টাইপেন্ড দেওয়ার পাশাপাশি ডিফেন্স, প্যারা মিলিটারি, পুলিশের কাজে যোগদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে এই বিষয়ে মোদি একটি বৈঠকে বসেছিলেন, যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ডিপার্টমেন্ট অব ইয়ুথ অ্যাফেয়ার্স এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এন-ইয়েস স্কিমের ভিত্তিতে তরুণদের ভোকেশনাল, আইআইটি স্কিল, দুর্যোগ ব্যবস্থাপনা, যোগ, আয়ুর্বেদ এবং প্রাচীন ভারতীয় দর্শনের ব্যাপারেও জানানো হবে। এই প্রশিক্ষণ একবছরের। এতে গ্রামকেই প্রাধান্য দেওয়া হবে।