দ্য স্ট্রেইটস টাইমস

পার্লামেন্ট অধিবেশনের সূচনা করলেন মালয়েশিয়ার রাজা

মঙ্গলবার (১৭ জুলাই) মালয়েশিয়ায় পার্লামেন্ট অধিবেশনের সূচনা করেছেন দেশটির রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম। গত ৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটিই মালয়েশিয়ার পার্লামেন্টের প্রথম অধিবেশন। বুধবার (১৮ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।

দ্য স্ট্রেইট টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে জাতীয় ঐক্যের ডাক দেন রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম। তিনি বলেন, ‘ভিন্ন নয়, অভিন্ন লক্ষ্য খুঁজে বের করতে হবে এবং জনগণের কল্যাণে ও জাতিকে টিকিয়ে রাখতে একসঙ্গে কাজ করতে হবে।’

সামাজিকভাবে সংহতি ও ঐকতান বজায় রাখতে কাজ করার জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান রাজা। বিভিন্ন বর্ণের মানুষের জন্য স্পর্শকাতর হয়, এমন বিষয়গুলোর বিস্তার ঠেকানোরও আহ্বান জানান তিনি।  

উল্লেখ্য, মালয়েশিয়ায় গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপান পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১২২টিতে জয় পায়। ১০ মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।