আনাদোলু পোস্ট

‘চরমপন্থী’ ইসরায়েলি আইন নিয়ে ক্ষোভের ঝড়

ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে বৃহস্পতিবার পাশ হওয়া বিতর্কিত জাতীয়তাবাদী আইনকে ‘অগণতান্ত্রিক’ ও ‘চরমপন্থী’ প্রকৃতির বলে আখ্যা দিয়েছে দেশটির আরব সংসদ সদস্যরা। ৬২-৫৫ ভোটে পাশ হওয়া ওই আইনকে আরব আইন প্রণেতারা ‘আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসরায়েলের বর্ণবাদ’ বলে আখ্যা দিয়েছেন। এই খবরটিকে শুক্রবারের প্রধান শিরোনাম করেছে তুরস্কের সংবাদপত্র আনাদোলু পোস্ট।শুক্রবারের আনাদোলু পোস্ট

ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও ইসরায়েলে বিশ শতাংশের বেশি মুসলিমের বসবাস। পার্লামেন্টেও বেশ কিছু আরব এমপি রয়েছেন।

বৃহস্পতিবার পাশ হওয়া আইনে বলা হয়েছে, ইসরায়েল ঐতিহাসিকভাবেই ইহুদিদের জন্মভূমি। এছাড়া অবিভক্ত জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবেও দাবি করা হয় আইনে। দাফতরিক ভাষা থেকে বাদ দেওয়া হয়েছে আরবিকে। ধারণা করা হচ্ছে এই আইনের ফলে ফিলিস্তিনিরা আরও বৈষম্যের শিকার হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, এটা জায়নবাদ ও ইসরায়েল রাষ্ট্রের জন্য নতুন ইতিহাস।

আইন পাশের পরপরই কয়েকজন আরব আইনপ্রণেতা চিৎকার করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান ও সংশ্লিষ্ট কাগজপত্র ছিড়ে ফেলেন। অধিবেষণ কক্ষ ত্যাগ করার সময়ে আরব সংসদ সদস্য আহমাদ টিবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, আরবি ভাষাকে ভয় পান বলেই আপনার এই বর্ণবাদী আইন পাশ করেছেন।

অধিবেষণ কক্ষ ত্যাগ করে বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক হচ্ছে এই আইন। আরব দলগুলোর জোট আরব জয়েন্ট লিস্টের প্রধান আয়মান ওদেহ বলেন, এই আইনের মাধ্যমে ইহুদি শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে। আর আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছি।’