দ্য হিমালয়ান

ডাক্তার গোবিন্দকে জোর করে সরিয়ে নেওয়ায় জুমলায় সহিংসতা

নেপালের মেডিক্যাল শিক্ষাখাতে সংস্কারের দাবিতে গত ২০ দিন ধরে অনশন করছেন ড. গোবিন্দ কেসি। তাকে জুমলা থেকে রাজধানী কাঠমান্ডুতে সরিয়ে আনার পর এক বিবৃতিতে এই চিকিৎসক অভিযোগ করেছেন তাকে ইচ্ছার বিরুদ্ধে সরকার জোর করে সরিয়ে এনেছে। অবশ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে সরিয়ে আনা হয়েছে। তবে সরিয়ে আনার পর রাখা ত্রিভুন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নেপালের অন্যতম প্রধান সংবাদপত্র দ্য হিমালয়ান শুক্রবার এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে।noname

মেডিক্যাল শিক্ষা সংস্কারের দাবিতে নিজের কর্মস্থল জুমলার করনালি অ্যাকাডেমি অব হেলথ সাইন্সে অনশন শুরু করেন ড. গোবিন্দ। বৃহস্পতিবার তাকে সরিয়ে আনার সময়ে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হাসপাতালের নার্সসহ অন্তত ৩০-৪০জন বিক্ষোভকারী ওই সময়ে আহত হয়।

সরকারের তরফে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ওপর চেয়ার ওগলাস ছুঁড়লে তাদের নিবৃত্ত রাখার চেষ্টা করেছে পুলিশ। তবে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের নিন্দা জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।