দ্য সানডে টেলিগ্রাফ

সৌদি প্রকল্পে ৯০ লাখ পাউন্ড পেলেন টনি ব্লেয়ার

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচালিত একটি ইনস্টিটিউটকে ৯০ লাখ পাউন্ড দিয়েছে সৌদি আরব। আধুনিক সংস্কারের পরামর্শ দিয়ে এ অর্থ পেয়েছে ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান সৌদি আরবের হয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করছে। এ বিষয়টি নিয়ে রবিবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফ।

Sunday Telegraphপ্রতিষ্ঠানটির একজন মুখপাত্র দাবি করেছেন, এ অর্থ থেকে টনি ব্লেয়ার ব্যক্তিগতভাবে লাভবান হবেন না। কেননা প্রতিষ্ঠানটি থেকে তিনি সম্মানি বাবদ কোনও অর্থ গ্রহণ করেন না।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের গোড়ার দিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’। চুক্তিতে বলা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ দেবে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে থাকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান। প্রথমেই পরামর্শ দেওয়া হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকো’র শেয়ার বাজারে ছাড়ার। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বেসরকারিকরণের ব্যাপারেও তাগিদ দেয় ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’।