আনাদোলু পোস্ট

সিরিয়া পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সিরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এ কথা জানান। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

Anadoluসংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসন্ন ব্রিকস সম্মেলনে যোগদানের কথা জানান এরদোয়ান। তিনি বলেন, সিরিয়ার তাল রিফাত বা মানবিজের পরিস্থিতি প্রত্যাশিত নয়। শুধু আফরিন, জারাবলুস ও আল বাবের পরিস্থিতিই আমাদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইদলিব ও দারা অঞ্চলের পরিস্থিতি নিয়েও পুতিনের সঙ্গে কথা হবে। এসব স্থানে যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে।

এরদোয়ান বলেন, ব্রিকসের সঙ্গে তুরস্কের সম্পর্কোন্নয়নের জন্য জোহানেসবার্গের এ সম্মেলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।