গালফ টাইমস

কাতারের জন্য জাহাজ নির্মাণের কাজ শুরু করলো ইতালি

২০১৬ সালে করা চুক্তি অনুযায়ী কাতারের জন্য সামরিক জাহাজ নির্মাণের কাজ শুরু করেছে ইতালীয় কোম্পানি। সোমবার (৩০ জুলাই) জাহাজ নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে স্টিল কাটার কাজ শুরু হয়। মঙ্গলবার (৩১ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারের সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
২০১৬ সালে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইতালীয় কোম্পানি ফিনসানতিয়েরির চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী কাতারি প্রতিরক্ষা বাহিনীর জন্য ফিনসানতিয়েরির সাতটি নতুন প্রজন্মের নৌ জাহাজ তৈরির কথা। কাতার আমিরি নৌবাহিনীর উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে জাহাজগুলো তৈরি করা হচ্ছে।

সোমবার জাহাজ নির্মাণের জন্য স্টিল কাটার কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কাতারের উপ প্রধানমন্ত্রী ও উপ প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ ও ইতালির প্রতিরক্ষামন্ত্রী এলিজাবেত্তা ত্রেন্তা উপস্থিত ছিলেন।