দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে প্রধান বিচারপতির নিয়োগ প্রশ্নে বিভাজিত মত

নেপালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দীপক রাজ জোশিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রশ্নে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির পার্লামেন্টারি হিয়ারিং কমিটি। সোমবার (৩০ জুলাই) এর শুনানিতেও দীপককে নিয়োগ দেওয়ার প্রশ্নে ক্ষমতাসীন দল ও বিরোধী দল একমত হতে পারেনি। মঙ্গলবার (৩১ জুলাই) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

কাঠমান্ডু পোস্ট
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দীপক রাজকে বিচারবিভাগের নেতৃত্ব প্রধান করতে রাজি নয় নেপালের ক্ষমতাসীন দল এনসিপি। দলটির দাবি, দীপকের শিক্ষা সনদগুলো সন্দেহজনক এবং তার বিচার পদ্ধতি নিয়েও বিতর্ক রয়েছে। অবশ্য, বিরোধী পক্ষ দীপক রাজ জোশিকে প্রধান বিচারপতির পদে দেখতে চায়।  

এমন বিভাজনমূলক পরিস্থিতিতে হিয়ারিং কমিটির সমন্বয়ক লক্ষ্মণ লাল কর্ন তৃতীয়বারের মতো বৈঠক স্থগিত করেন। জোশির ভাগ্য নির্ধারণে পার্লামেন্টের যৌথ প্যানেল বুধবার আবারও বৈঠক করবে।