দ্য এক্সপ্রেস ট্রিবিউন

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আরিফ আলভিকে মনোনয়ন দিলো পিটিআই

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের জ্যেষ্ঠ নেতা আরিফ আলভিকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। শনিবার (১৮ আগস্ট) টুইটারে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এ ঘোষণা দিয়েছেন। রবিবার (১৯ আগস্ট) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রথম পাতা
শনিবার (১৮ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। আগামী ৪ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার পিটিআই মুখপাত্র এক টুইটার পোস্টে জানান, দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আরিফ আলভিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে থেকেই সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম শোনা যাচ্ছিলো।   

পিটিআই মুখপাত্র আরও জানান, পরবর্তী মন্ত্রিপরিষদ চূড়ান্ত করতে দলের ভেতরে আলোচনা চলছে।