গালফ টাইমস

৫ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে কুয়েতের আমিরের বৈঠক

সোমবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কুয়েতের আমির। আগামী ৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। সোমবার (৩ সেপ্টেম্বর) গালফ টাইমস খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে।

গালফ টাইমসের প্রথম পাতা
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ৫ সেপ্টেম্বর কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

কাতারের সঙ্গে সৌদি আরবসহ চার উপসাগরীয় আরব দেশের এক বছর ধরে যে টানাপড়েন চলছে তা সমাধানে মধ্যস্থতা করার চেষ্টা করছেন কুয়েতের আমির। শুরুতেই ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ নেন। পরে ইরান বিরোধিতায় উপসাগরীয় দেশগুলোর ঐক্য পুনর্গঠনের প্রচেষ্টায় শামিল হন তিনি। গত জুলাইয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের আধিপত্য রুখতে ছয় উপসাগরীয় আরব দেশ এবং মিসর ও জর্ডানের সঙ্গে নতুন একটি নিরাপত্তা ও রাজনৈতিক জোট গড়ে তোলার জন্য নীরবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।