আনাদোলু পোস্ট

সিরিয়া ইস্যু নিয়ে বৈঠক করতে ইরান সফরে এরদোয়ান

সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য ইরান সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান। শুক্রবার (৭ সেপ্টেম্বর) তার তেহরানে পৌঁছানোর কথা। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়কে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট খবরটি জানিয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে সংবাদমাধ্যমটি।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকে তুরস্কের পাশাপাশি রাশিয়াও অংশ নেবে। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি তেহরানে ত্রিদেশীয় বৈঠকের নেতৃত্ব দেবেন। সিরিয়া ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে বৈঠকে।

ত্রিদেশীয় ওই আলোচনা ছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন এরদোয়ান। তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি যৌথ ঘোষণা তৈরি করবে এবং সম্মেলন শেষে তা পড়ে শোনানো হবে।