দ্য টাইমস অব ইন্ডিয়া

ভারতকে ভর্তুকি দেওয়া অবশ্যই বন্ধ করা উচিত: ট্রাম্প

ভারতকে শিগগিরই যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক ভর্তুকি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভারত উন্নয়নশীল দেশ। তারা খুব দ্রুতগতিতে উন্নতি করছে। ফলে যুক্তরাষ্ট্র কর্তৃক তাদের ভর্তুকি দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এটা বন্ধ করে দেওয়া হবে। উত্তর ডাকোটার ফার্গো শহরে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ বিষয়টি নিয়ে রবিবার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

TOIএদিন দেওয়া বক্তব্যে ভারতের বাইরে চীনকেও নিয়েও কথা বলেন ট্রাম্প। বেইজিংকে দেওয়া মার্কিন ভর্তুকি বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি। তার মতে, যেসব দেশ দ্রুত উন্নতি করছে, তাদের ভর্তুকি দেওয়ার কোনও অর্থ থাকতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীন নিজেদের উন্নয়নশীল দাবি করে ভর্তুকি পায়। অথচ তারা বেশ দ্রুত উন্নতির পথে হাঁটছে।