দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

অবৈধ অভিবাসীদের এক এক করে তাড়াব: অমিত শাহ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ভারতে থাকা ‘অবৈধ বাংলাদেশিদের’ শনাক্ত করে তাদেরকে এক এক করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জয়পুর সফরে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। কংগ্রেসকে সতর্ক করে অমিত শাহ বলেন, আখলাক কিংবা অ্যাওয়ার্ড ওয়াপসি, এরকম ইস্যু যতই উঠে আসুক বিজেপি ভোটে জিতবেই। বুধবার (১২ সেপ্টেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
২০১৫ সালে বাড়িতে গোমাংস রেখেছেন, এই সন্দেহে উত্তরপ্রদেশের দাদরিতে আখলাক নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়। সেসময় দেশে উদ্ভূত অসহিষ্ণুতার পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কয়েকজন সাহিত্যিক তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। বিভিন্ন নির্বাচনে বিজেপিবিরোধী প্রচারণায় প্রতিপক্ষ এ ধরনের ইস্যুকে টেনে আনে উল্লেখ করে তিনি বলেন,  তা করে লাভ হবে না।

মঙ্গলবার জয়পুর সফরে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, ‘যখনই ভোট হয়, তখনই আখলাক ইস্যু সামনে আসে। সামনে নিয়ে আসা হয় অ্যাওয়ার্ড ওয়াপসির মত ঘটনা। এবার ভোট আসছে, সামনে আবার এরকম কোনও নতুন বিষয় নিয়ে আসা হবে। আখলাক যখন ঘটেছিল তখনও আমরা জিতেছিলাম, অ্যাওয়ার্ড ওয়াপসির সময়েও আমরা জিতেছিলাম, এবার যদি ওরা নতুন করে কিছু করে, তাহলেও আমরা আবার জিতব। বিজেপির কর্মীরা জয়ের ব্যাপারে নিশ্চিত।’

এদিনের ভাষণের সময়ে এন আর সি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি সভাপতি।

অমিত শাহ বলেন, ‘ওরা মানবাধিকারের কথা বলে… ভারতের গরিব মানুষের কি মানবাধিকার নেই? দেশের নিরাপত্তা কি কোনও চিন্তার বিষয়ই নয়? শয়ে শয়ে সন্ত্রাসবাদী ভারতে ঢুকে পড়ছে আর বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র করছে। আপনাদের শাসনকালেই এসব ঘটেছে।’

অমিতের অভিযোগ, কংগ্রেস কেবল নিজেদের ভোটব্যাঙ্কের স্বার্থই দেখে। অমিত শাহ এদিন চ্যালেঞ্জ ছুড়েছেন কংগ্রেসের দিকে। তিনি বলেন, ‘তোমরা যতই এর প্রতিবাদ করো না কেন, বিজেপি শপথ নিয়েছে  দেশে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না… আমরা এদের চিহ্নিত করব এবং এক এক করে ফেরত পাঠাব।’