গালফ টাইমস

অর্থনৈতিক অঞ্চল বিস্তৃত করার ঘোষণা কাতারের

ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তা প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক অঞ্চল বিস্তৃত করার ঘোষণা দিয়েছে কাতার। অর্থনৈতিক অঞ্চলের সীমানা আরও ৮ লাখ ২৫ হাজার বর্গ মাইল এলাকা পর্যন্ত বিস্তৃত করার কথা জানানো হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও শিল্প প্রকল্পের জন্য মৌলিক সেবা প্রদানে অর্থনৈতিক অঞ্চলকে বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার জ্বালানি ও শিল্প মন্ত্রণালয়ের এক বৈঠকে জ্বালানি ও শিল্পমন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল সাদা জানান, ২০১৯ সালের প্রথম তিন মাসে পরিকল্পনা কার্যকর করা হবে। এর মধ্য দিয়ে, কাতারের অর্থনৈতিক অঞ্চলের পরিমাপ দাঁড়াবে ১ কোটি ১০ লাখ বর্গ মাইল।

অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি উপস্থিত ছিলেন। কাতারের ওপর চার দেশের অবরোধ চলার মধ্যে উৎপাদন বাড়ানো ৪৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মালিকদের সম্মাননা দেওয়া হয়েছে এদিন।