গালফ টাইমস

ইলেকট্রিক কার উৎপাদন করবে কাতার

প্রথমবারের মতো ইলেকট্রিক কার উৎপাদন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ২০২২ সাল নাগাদ এটি তৈরি করবে কাতার কোয়ালিটি ট্রেডিং কোম্পানি। বুধবার এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এ বিষয়টি নিয়ে শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

Gulf Timesসবুজ রঙয়ের ৭০০ এইচপি গাড়িটির নাম দেওয়া হয়েছে কাতারা। মাত্র ১০ মিনিটের চার্জে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে গাড়িটি।

জাপানি প্রযুক্তিতে ৯ বিলিয়ন ডলার বিনিয়োগে এই গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে কাতার কোয়ালিটি ট্রেডিং। এর কারখানাটি ৬ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

বুধবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই গাড়ি তৈরিতে প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হয়েছে।