আনাদোলু পোস্ট

ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তার দেশ ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।Anadolu

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। আমি কী আমার দেশের জনগণকে শীতের সময় জমে যেতে দেব? ইরান থেকে গ্যাস না কিনলে আমার জনগণের ঘরবাড়ি কীভাবে গরম করার ব্যবস্থা করবো?’

তুরস্কে আটক মার্কিন খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তুর্কি আদালত। এ সিদ্ধান্ত কোনও রাজনীতিক নেবেন না।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘এটা বিচারিক বিষয়। ব্রানসন সন্ত্রাসবাদের অভিযোগে আটক রয়েছেন। আগামী ১২ অক্টোবর আরেকটি শুনানি রয়েছে। আমরা জানি না, আদালত কী সিদ্ধান্ত দেবেন। এই রায় নিয়ে রাজনীতিকরা কিছু বলবেন না।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আদালতে অ্যান্ড্রু ব্রানসনের ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ব্রানসন।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তাকে মুক্তির নির্দেশ দেওয়ার অধিকার আমার নেই। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। অপেক্ষা করুন এবং দেখুন আদালত কী সিদ্ধান্ত দেন।’