জাকার্তা পোস্ট

বিদেশি সহায়তাকে স্বাগত জানালো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় উপদ্রুত এলাকায় বিদেশি ত্রাণ সহায়তাকে স্বাগত জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিদেশি সহায়তা বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত রাজনীতি, আইন ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উইরান্তো বলেছেন, এই দুর্যোগের সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তার অঙ্গীকার করেছে। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র হারকিউলিস সি সামরিক বিমান পাঠাতে রাজি হয়েছে। উদ্ধার তৎপরতায় গতি আনতে এর প্রয়োজন রয়েছে। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে ইন্দোনেশিয়াভিত্তিক সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট।

15বুধবার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বড় হতে থাকে মৃত্যুর মিছিল। এখনও ধ্বংসযজ্ঞের ধাক্কা সামলে উঠতে পারেনি মানুষ। হতাহত আর নিখোঁজ স্বজনদের নিয়ে শোকাতুর পরিস্থিতি এখনও বিরাজমান। তবে সবকিছুকে ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্ষুধার যাতনা। সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর খাবার আর বিশুদ্ধ পানির জন্য মরিয়া হয়ে উঠেছে সুলাবেসি প্রদেশের বাসিন্দারা। এখনও ত্রাণ পৌঁছানোর গতি ধীর, খাদ্য সংকটে দিন কাটাচ্ছে মানুষ। খাবার-পানীয়ের জন্য মানুষের আকুতি ক্রমাগত রূপ নিচ্ছে ক্ষোভে। মানুষ যখন ক্ষোভে ফুঁসছে, তখন দ্বিতীয়বারের মতো দুর্গত অঞ্চল পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় গতি আনতেই তিনি সেখানে গিয়েছেন।