শিকাগো ট্রিবিউন

রোজেনস্টেইনকে বরখাস্ত না করার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে বরখাস্তের কোনও পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউন।CT

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত নিয়ে তদন্তের সঙ্গে সম্পৃক্ত ছিলেন রোজেনস্টেইন। এ তদন্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি। অভিযোগ উঠে, ট্রাম্পকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন রোজেনস্টেইন। ফলে তার বরখাস্তের গুঞ্জন উঠে। এরমধ্যেই ওই গুঞ্জন নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে রোজেনস্টেইনের সঙ্গে বৈঠক স্থগিত করলেও ফ্লোরিডা যাওয়ার সময় বিমানে তার সঙ্গে কথা হবে। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তার সঙ্গে কাজ করার প্রস্তুতিও ছিল আমার।