দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছয় সাংবাদিকের

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন ছয় নারী সাংবাদিক। তাদের অভিযোগ, আকবর যখন সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ছিলেন তখন তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। বিশ্বজুড়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে চলা মি টু ক্যাম্পেইনের আওতায় এ অভিযোগ করেন তারা। বুধবার (১০ অক্টোবর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মি টু হ্যাশট্যাগে যৌন নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন নারীরা। সেখানে অনেকেই নিজের সঙ্গে হওয়া যৌন নিপীড়নের ঘটনা নিয়ে সেখানে মুখ খুলেছেন। এবার মি টু হ্যাশট্যাগে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন ছয় নারী সাংবাদিক।

এমজে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করেছিলেন প্রিয়া রামানি নামের এক সাংবাদিক। টুইটারে তিনি এমজে আকবরের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা তুলে ধরেন। ২০১৭ সালের ভোগ ম্যাগাজিনেও এই অভিজ্ঞতার কথা লিখেছিলেন তিনি। দীর্ঘদিন পর সোমবার আবার সেটা নিয়ে আবারও টুইট করেন প্রিয়া। এরপর আরও পাঁচ নারী সাংবাদিক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এম জে আকবর বর্তমানে বিজেপির রাজ্যসভা সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। রাজনীতিতে প্রবেশের আগে সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন আকবর। দ্য টেলিগ্রাফ, দ্য এশিয়ান এজ, দ্য সানডে গার্ডিয়ানের মতো প্রথম সারির সংবাদপত্রের সম্পাদনাও করেছেন কর্মজীবনে। তার বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার অজুহাতে নারী সাংবাদিকদের যৌন নিপীড়ন করতেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এমজে আকবর বর্তমানে নাইজেরিয়া সফরে রয়েছেন। ইমেইলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চেয়ে সাড়া পাওয়া যায়নি।