আনাদোলু পোস্ট

মার্কিন ধর্মযাজক ব্রানসনকে মুক্তি দিলো তুরস্ক

তুরস্কে গৃহবন্দি মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ইজমির হেভি পেনাল কোর্ট ব্র্যানসনকে তিন বছর ৪৫  দিনের সাজা দেন। কিন্তু ইতোমধ্যে এই সাজা ভোগ করায় তাকে খালাসের নির্দেশ দেওয়া হয়।

anadolu agency

২০১৬ সালের ৯ পিসেম্বর ফেতুল্লাহ টেরোরিস্ট অর্গানাইজেশন এর সদস্য হওয়ার অভিযোগ ব্রানসনকে আটক করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে ২৫ জুলাই তাকে কারাগার থেকে বাড়িতে বন্দি রাখার নির্দেশ দেয় ইজমির আদালত।

ব্রানসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি কুর্দি সংগঠন পিকেকের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। এছাড়া ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের পেছনে থাকা ফেটোর হয়েও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ব্রানসনকে আটক রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিলো তুরস্কের। নিষেধাজ্ঞাও জারি করেছিলো যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই অর্থনৈতিক চাপ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। ব্রানসনের মুক্তির কিছুক্ষণ পরই ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘ব্রানসনের সঙ্গে তার দোয়া ও প্রার্থনা রয়েছে। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে তাকে দেখতে পাবো বলে আশা করি।