দ্য হিমালয়ান টাইমস

নেপালি কংগ্রেস নেতা চক্র প্রসাদ বাস্তোলার জীবনাবসান

নেপালি কংগ্রেস দলের নেতা চক্র প্রসাদ বাস্তোলা মারা গেছেন। ছয় বছর ধরে কোমায় থাকার পর শনিবার (১৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার (১৪ অক্টোবর) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
২০১২ সালের ২৯ ডিসেম্বর মোরাং জেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বাস্তোলা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। তখন থেকে কোমায় ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১৩ অক্টোবর) পরিবারের সদস্যরা তাকে বান্সবারিভিত্তিক উপেন্দ্র দেবকোটা মেমোরিয়াল ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোলজিক্যাল অ্যান্ড অ্যালিড সায়েন্সেস হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা জানান, বাস্তোলা কেবল শারীরিকভাবে জীবিত আছেন, তবে ক্লিনিক্যালি তিনি মৃত। একমাত্র তাকে লাইফ সাপোর্টেই তারা রাখতে পারেন। পরিবারের সদস্যরা তখন তাকে বাড়িতে নিয়ে যান এবং তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। বমি শুরু হওয়ার পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। বাস্তোলার ভাতিজি সারিতা প্রাসাই জানান, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

কলেজে অধ্যয়নরত অবস্থাতেই নেপালি কংগ্রেসে যোগ দেন চক্র প্রসাদ বাস্তোলা। পরবর্তীতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।