গালফ টাইমস

এ বছর ১০টি চুক্তি করবে আর্জেন্টিনা ও কাতার: আর্জেন্টাইন রাষ্ট্রদূত

এ বছরের শেষ নাগাদ ১০টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে কাতার ও আর্জেন্টিনা। দ্বিপাক্ষিক সহযোগিতামুলক বিভিন্ন ক্ষেত্রে এ চুক্তি করা হবে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) কাটারাতে এক সংবাদ সম্মেলনে কাতারে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত কার্লোস হেরনান্দেজ এসব কথা জানিয়েছেন। শুক্রবার (১৯ অক্টোবর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
আর্জেন্টাইন রাষ্ট্রদূত জানান, কাতারের বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত কোম্পানি মোয়ানি কাতার ও আর্জেন্টাইন বন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওয়াটারওয়েজ অ্যান্ড মার্চেন্ট মেরিনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা। তিনি বলেন, ‘তরুণ, শিক্ষাবিদ (কাতার বিশ্ববিদ্যালয় ও বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয়), স্বাস্থ্য, কৌশলগত কেন্দ্র সংক্রান্ত শিক্ষা, লাইব্রেরি, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনাজনিত পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি স্বাক্ষর করব।’

বিমান খাতেও দুই দেশ চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন কালোর্স হেরনান্দেজ।