আনাদোলু পোস্ট

ইস্তানবুলে বসবে সিরিয়া নিয়ে চারদেশীয় বৈঠক

তুরস্কের সিরিয়া ইস্যুতে আয়োজিত সম্মেলনে অংশ নেবে তুরস্ক, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স। আগামী ২৭ অক্টোবর ইস্তানবুলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।

anadolu agencyতুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর আয়োজনে এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর অংশ নেওয়ার কথা রয়েছে।

কালিন বলেন, সিরিয়ায় সব ধরনের সহিংসতা বন্ধের সমাধান খুঁজতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সেখানকার পরিস্থিতি তুলে ধরা হবে। এছাড়া ইদলিব চুক্তি ও রাজনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হবে সম্মেলনে। মূলত এই সহিংসতা বন্ধে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে যৌথ উদ্যোগ নেওয়ার ব্যাপারে কথা বলবেন নেতারা।

৩৫ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, যা বিশ্বে সবচেয়ে বেশি। তাদের সহায়তায় এখন পর্যন্ত ৩ হাজার ২০০ কোটিরও বেশি ডলার ব্যয় করেছে তারা।

সহিংসতা কেবল কাটিয়ে উঠতে শুরু করেছে সিরিয়া। ২০১১ সালে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ সিরীয়।