দ্য সানডে টেলিগ্রাফ

যুক্তরাজ্যের নতুন বাজেটে বরাদ্দ পাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট

যুক্তরাজ্যের তৃণমূল পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টার সংযোগ দেওয়ার জন্য নতুন বাজেটে তহবিল ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন বাজেটে কমপক্ষে ২৫ কোটি পাউন্ড বরাদ্দ দেওয়া হবে। খবরটিকে রবিবার (২৮ অক্টোবর) প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টেলিগ্রাফ।

দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকার ২৮ অক্টোবরের প্রচ্ছদ

ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামোন্ডের বরাত দিয়ে খবরে বলা হয়, শহর থেকে দূরের এলাকাগুলোর স্কুল ও গ্রন্থাগারগুলোতে পুরোপুরি ফাইবার অপটিক্যাল সংযোগ দেওয়ার লক্ষ্যে এই নতুন তহবিল গঠন করা হবে। আর আগামী বাজেটেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন পরিকল্পনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টার সুবিধা পৌঁছে দেওয়া হবে। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সবাইকে যুক্ত করার লক্ষ্যেই উদোগটি নেওয়া হচ্ছে। দূরবর্তী এলাকাগুলোর স্কুল ও গ্রন্থাগারের পাশাপাশি বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ভবনেও এই সংযোগ নিতে পারবে। ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল দ্য টেলিগ্রাফ। এই খবরটিকে তারা নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে অভিহিত করছে।