আনাদোলু পোস্ট

ভূমধ্যসাগরীয় উপকূলে তুরস্কের গভীর অনুসন্ধান কূপ খননের কাজ শুরু

প্রথমবারের মতো নিজেদের তৈরি খননকারী জাহাজ দিয়ে ভূমধ্যসাগরীয় উপকূলে গভীর অনুসন্ধান কূপ খনন শুরু করেছে তুরস্ক। মঙ্গলবার (৩০ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে এ কাজ শুরু হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা

মঙ্গলবার তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী ফাতিহ ডনমেজ দেশটির তৈরি প্রথম খননকারী জাহাজ ফাতিহ’র কাজের উদ্বোধন ঘোষণা করেন। সেসময় দেওয়া বক্তব্যে ডনমেজ বলেন, নিজেদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করার প্রচেষ্টা হিসেবে তুরস্কের তৈরি জাহাজটি গভীর পানির কূপ আলানিয়া-১ এ খননের কাজ করবে। তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ফাতিহ জাহাজটি দিয়ে বছরে গড়ে দুইটি অনুসন্ধান কূপ খনন করা।’

আলানিয়া-১ এ ফাতিহ জাহাজটি দিয়ে প্রায় ১৫০ দিন ধরে খনন কাজ চালানো হবে বলে জানিয়েছেন ডনমেজ।

এতোদিন দুইটি সিসমিক জাহাজ দিয়ে তেল ও গ্যাসের অনুসন্ধান চালাচ্ছিলো তুরস্ক। এর মধ্যে একটি ২০১৭ সাল থেকে ভূমধ্যসাগরে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। আর আরেকটি কাজ করছে কৃষ্ণ সাগরে।