গালফ টাইমস

সৌদি আরবে আটক চার কাতারি নাগরিকের মুক্তি চায় এনএইচআরসি

সৌদি কর্তৃপক্ষ চার কাতারি নাগরিককে আটক করে রেখেছে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি চেয়েছে কাতারের জাতীয় মানবাধিকার কমিটি (এনএইচআরসি)। আটককৃতদের অবস্থানস্থল শনাক্ত করে তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (৩ নভেম্বর) সন্ত্রাসবিরোধী অভিযানে মানবাধিকারের সুরক্ষাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফিওননুলা নি আওলাইনের প্রতি আহ্বান জানানো হয়েছে। রবিবার (৪ নভেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
শনিবার (৩ নভেম্বর) জাতিসংঘের বিশেষ দূত ফিওননুলা নি আওলাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান ড. আলি বিন সোমাইখ আল মারি। সেসময় কাতারের ওপর আরোপিত অবরোধের সর্বশেষ অবস্থার ব্যাপারে ফিওননুলার অবহিত করেন তিনি। ফিওননুলার হাতে এনএইচআরসি’র বার্ষিক প্রতিবেদনটি তুলে দেন তিনি। অবরোধের এক বছরের চিত্র নিয়ে করা একটি প্রতিবেদনও হস্তান্তর করা হয়।

আল মারি দাবি করেন, সৌদি আরবে চার কাতারি নাগরিককে আটকে রাখা হয়েছে। তাদেরকে বিচারবহির্ভূতভাবে গ্রেফতার ও গুম করা হয়েছে অভিযোগ করেন তিনি।