ফিনান্সিয়াল টাইমস

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো কলেজ নাইট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বার বা পানশালায় বুধবার রাতে হামলা চালানো হয়েছে। সেখানে একটি কলেজের মিউজিক নাইট চলাকালে বারটিতে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ইয়ান ডেভিড লং নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এ বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

FT২৮ বছরের ইয়ান ডেভিড লং নৌ-সেনা ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের কর্মকর্তা জিওফ ডিন সাংবাদিকদের কাছে সন্দেহভাজন হামলাকারী হিসেবে তাকে শনাক্তের কথা জানান।

জিওফ ডিন বলেন, হামলার সময় বারটিতে শতাধিক মানুষ ছিল। তাদের ধারণা হামলার পর ইয়ান ডেভিড আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ইয়ান ডেভিডের মানসিক অসুস্থতার রেকর্ড ছিল। ২০১৭ সালের এপ্রিলে মানসিক চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিল সে। পরে তাকে সুস্থতার ছাড়পত্র দেন চিকিৎসকরা।

মানসিক অসুস্থতার রেকর্ডের কথা বলা হলেও ঘটনাস্থল থেকে বেঁচে আসা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, হামলাকারী সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় গুলি চালিয়েছে। এ সময় সেখানে গানের অনুষ্ঠান চলছিল। তখন সেখানে উপস্থিত প্রায় ২০০ মানুষের অধিকাংশই ছিল কলেজ শিক্ষার্থী।

বুধবার রাতের ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। হামলার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। সাময়িকভাবে বেসামরিকদের সংশ্লিষ্ট রাস্তায় ও স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।