দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানকে নিয়ে নতুন করে ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের পক্ষে রবিবার (১৮ নভেম্বর) সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে কিছুই দিতে পারেনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, গ্যারিসন শহরের কাছে লুকাতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সহায়তা করেছে ইসলামাবাদ। সোমবার (১৯ নভেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নৌবাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। রবিবার ফক্স নিউজের অনুষ্ঠান উপস্থাপক ক্রিস ওয়ালেস মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ‘ওসামা বিন লাদেনকে আরও আগে ঘায়েল করতে পারলে কি আমাদের জন্য আরও বেশি ভালো হতো না?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, পাকিস্তানে তার থাকার কথা, সুন্দরভাবে থাকার কথা। আমার ধারণা পাকিস্তানকে তারা (জঙ্গিরা)সুন্দর ম্যানশন মনে করে, আমি জানি না যদিও, কারণ আমি আরও সুন্দর কিছু দেখেছি। তবে পাকিস্তানে সে (লাদেন) সামরিক অ্যাকাডেমির পাশে থাকতো, পাকিস্তানের সবাই জানতো সে সেখানে আছে।’

ওয়ালেস আবার প্রশ্ন করেন, ‘বিন লাদেনকে ধরার জন্য আপনি কি তাদেরকে (পাকিস্তান) কৃতিত্বও দিতে চান না?’

জবাবে ট্রাম্প বলেন, ‘তারা তাকে কব্জা করেছে ঠিকই কিন্তু দেখুন, সংবাদ প্রতিবেদন ঘাঁটলেও দেখতে পাবেন, সে পাকিস্তানেই থাকতো। আমরা তখন পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিলাম, বছরে তাদেরকে ১৩০ কোটি ডলার করে সহায়তা দিচ্ছিলাম, যা আমরা এখন আর তাদেরকে দিচ্ছি না। যাই হোক আমি এ সহায়তা বন্ধ করেছি, কারণ তারা আমাদের জন্য কিছুই করে না, ন্যুনতম কোনও সহায়তাই আমাদেরকে দেয় না।’

উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এ বছরের শুরুতে পাকিস্তানে ৩০ কোটি ডলার সহায়তা বাতিল করে যুক্তরাষ্ট্র।