দ্য নিউ ইয়র্ক টাইমস

নিশান চেয়ারম্যান কার্লোস জাপানে গ্রেফতার

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের চেয়ারম্যান কার্লোস গোসকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

15এদিকে গ্রেফতার হওয়া কার্লোস গোস’কে তার নিজ প্রতিষ্ঠান নিশান থেকেও বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে।

দেউলিয়াত্বের দোরগোড়া থেকে নিশানকে তুলে এনেছিলেন কার্লোস গোস। কিন্তু সেই প্রতিষ্ঠানেরই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

প্রতিষ্ঠানের নিয়ম ভঙ ছাড়াও রাষ্ট্রীয় নিয়মও ভঙ্গ করেছেন তিনি। জাপানের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের মধ্যে যাদের আয় ১০ কোটি ইয়েনের ওপরে তাদেরকে পুরো আয় প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কার্লোস গোস এ নিয়ম না মেনে সম্পদের তথ্য গোপন করেছেন।